নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা প্রস্তাব এনপিপির

আগের সংবাদ

বদলে গেছে ‘প্রাচ্যের ড্যান্ডি’

পরের সংবাদ

নড়াইলে প্রশিক্ষণ পাচ্ছেন ১৬০ উদ্যোক্তা

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ দিনব্যাপী সফট স্কিল (উদ্যোক্তা) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
প্রশিক্ষণে প্রান্তিক জনগোষ্ঠীর কামার, কুমার, নাপিত, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামত বা প্রস্তুতকারী, লোকজ যন্ত্র, লোকজ কণ্ঠশিল্পী, নকশিকাঁথা শিল্পী- এসব শ্রেণি-পেশার মোট ১৬০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তর, ঢাকার অতিরিক্ত পরিচালক মোহা. কামরুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার, শহর সমাজসেবা কর্মকর্তা মো. সুজা উদ্দিন, সরকারি কর্মকর্তা, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়