রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ল সহ¯্রাধিক ঘর

আগের সংবাদ

তিন জট থেকে মুক্তির প্রত্যাশা > নাসিক নির্বাচন ঘিরে ভোটারদের মতামত : জলজট, যানজট ও আবর্জনা জট নারায়ণগঞ্জবাসীর গলার কাঁটা

পরের সংবাদ

মানিকগঞ্জে হেলথ ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ শহর প্রতিনিধি : কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির উপকার ভোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণের লক্ষ্যে হেলথ ক্যাম্পের আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। গতকাল সোমবার বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, পরিবার পরিকল্পনার উপপরিচালক গোলাম নবী, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, জাতীয় মহিলা সংস্থার মানিকগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জ্জি।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরীন সুলতানার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক শিরিন আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জামাল হোসেন প্রমুখ। মানিকগঞ্জ পৌর এলাকার ১ হাজার ৩০০ জন মহিলা তাদের স্বাস্থ্যসেবার জন্য প্রত্যেকে ২৮ হাজার ৮০০ টাকা করে পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়