জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

ফেনীতে মানববন্ধন : কলেজছাত্রী সাঞ্জুর আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার দাবি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফেনী প্রতিনিধি : ফেনীতে গৃহবধূ ও কলেজছাত্রী সানজিদা আক্তার সাঞ্জুর আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় শহীদ মিনারের সামনে ফেনী সিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে কলেজের শিক্ষার্থী সানজিদার শিক্ষক ও সহপাঠীরা বক্তব্য রাখেন। জানা যায়, বিয়ের দেড় মাসের মাথায় গত বৃহস্পতিবার শ্বশুর বাড়িতে নিজ শয়ন কক্ষ থেকে সানজিদা আক্তারের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মেয়ের পরিবারের দায়ের করা মামলায় স্বামী আবুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। বাশার ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আকরামপুর এলাকার ওলি আহমেদের ছেলে। পুলিশ জানায়, গত ৭ নভেম্বর দুবাই প্রবাসী আবুল বাশারের সঙ্গে বিয়ে হয় ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর এলাকার বাসিন্দা ও ফেনী সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদার। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তার ওপর মানসিক নির্যাতন চালাচ্ছিলেন শ্বশুরবাড়ির লোকজন। ফেনী মডেল থানার ওসি নিজামউদ্দিন জানান, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার আবুল বাশারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়