জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

ফুলছড়িতে জামানত হারালেন ১৮ চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফুলছড়ি উপজেলার ১৮ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গত বুধবার উপজেলার ৬ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছয় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৩৬ জন। নির্বাচনে আওয়ামী লীগের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন, বিএনপির ২ জনসহ অর্ধেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
কঞ্চিপাড়া ইউনিয়নে জামানত হারানোদের মধ্যে গোলাম কিবরিয়া সবুজ (মোটরসাইকেল) পেয়েছেন ৬৮ ভোট, সাবিনা ইয়াসমিন সম্পা টেলিফোন প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট, রেদোয়ান আশরাফ হোসেন টেবিল ফ্যান প্রতীকে ১৩৬ ভোট, মেহেদী হাসান বাবু দুটি পাতা প্রতীকে ২৫০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মান্নান হাতপাখা প্রতীকে ৫৭৪ ভোট, রফিকুল ইসলাম ঘোড়া প্রতীকে ৭৪৫ ভোট, রেজাউল করিম অটোরিকশা প্রতীকে ১ হাজার ৪৩ ভোট।
উড়িয়া ইউপিতে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলোয়ার হোসেন (হাতপাখা) ১০৯ ভোট, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আহসান হাবিব (মোটরসাইকেল) ১১৯ ভোট।
উদাখালী ইউনিয়নে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের আসাদুজ্জামান বাদশা (নৌকা) ৪৪০ ভোট, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন মিয়া (মোটরসাইকেল) ১ হাজার ৭ ভোট।
গজারিয়ায় যারা জামানত হারিয়েছেন তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান শামছুল আলম সরকার (মোটরসাইকেল) পেয়েছেন ১ হাজার ৬৪ ভোট, হাবিবুর রহমান হবি (আনারস) ১ হাজার ৮৮ ভোট।
ফুুলছড়িতে জামানত হারিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ সবুর সরকার (ঘোড়া) ৭২৮ ভোট, এরেন্ডাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হাসান (হাতপাখা) ৪৪৮ ভোট, আব্দুল ওয়াহাব (মোটরসাইকেল) ৯০৩ ভোট, শফিকুল ইসলাম (আনারস) ১ হাজার ৪৪২ ভোট, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান (ঘোড়া) ১ হাজার ৮৮৩ ভোট।
ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছোবহান বলেন, নির্বাচনের আগে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর পাঁচ হাজার টাকা করে জামানত হিসেবে জমা থাকে।
মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তার জামানতের টাকা নিয়ম অনুযায়ী বাজেয়াপ্ত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়