জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

ধলেশ্বরীতে ট্রলারডুবি : নিখোঁজদের সন্ধান মেলেনি ৪ দিনেও স্বজনদের বিক্ষোভ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ট্রলারডুবিতে নিখোঁজদের ফিরে পেতে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে অপেক্ষায় থাকা স্বজনরা উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। দুর্ঘটনার ৪ দিনেও ডুবে যাওয়া ট্রলার কিংবা নিখোঁজ ১০ যাত্রীর সন্ধান দিতে না পারায় নদীর তীরে অবস্থান নেয়া স্বজনরা উদ্ধার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। এ সময় ক্ষুব্ধ জনতা ও নিখোঁজদের স্বজনরা ধলেশ্বরী নদীর দুই তীরে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেন। গতকাল শনিবার সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বিত উদ্ধারকারী দল। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নিখোঁজদের স্বজনরা দুর্ঘটনার ৪ দিনেও স্বজনদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে স্বজনরা নদীরপাড়ে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। তাদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ আরো চারটি সংস্থা। শনিবার দুপুর পর্যন্তও নিখোঁজদের সন্ধান মেলেনি।
এদিকে গত বুধবার বিকালে গ্রেপ্তার এম ভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি মো. জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য। তাছাড়া জব্দ করা হয়েছে লঞ্চটিও। এ ঘটনায় জেলা প্রশাসন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ট্রলারডুবির ঘটনার মামলায় গ্রেপ্তার লঞ্চের মাস্টারসহ তিনজনকে ৫ দিনের রিমান্ড চেয়ে গত বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছিল। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন আলমের আদালত আজ রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়