গয়েশ্বর চন্দ্র রায় : নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সরকার

আগের সংবাদ

ওমিক্রনের সামাজিক সংক্রমণ! জিনোম সিকুয়েন্সিং বাড়ানোর তাগিদ > সার্বিক পরিস্থিতি বুঝতে আরো দুই সপ্তাহ লাগবে : বিশেষজ্ঞদের মত

পরের সংবাদ

ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরামের পিঠা উৎসব

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরামের (বিজেএফডি) পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ উৎসবের আয়োজন করা হয়। ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিজেএফডি সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। এ সময় অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সহসভাপতি শামিমুল হক, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সদস্য ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল, সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মোতাসিম বিল্লাহ, অর্থ সম্পাদক গোলাম সামদানী, সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে পিঠা উৎসবে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সভাপতি মিজান মালিক, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, পিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ মজলিশ ফোয়াদ, ডিইউজের নির্বাহী সদস্য জুবায়ের চৌধুরীসহ অন্যরা।
এ উৎসবে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী চিতই, পাটিসাপটা, পোয়া (তেলের পিঠা), ম্যারা, ভাঁপা, পাক্কন, নারকেলের পুলি পিঠাসহ বাহারি রকমের পিঠার আয়োজনের পাশাপাশি ছিল বিখ্যাত আজাহার উদ্দিনের (রাজা) হরেক নামের ভিন্ন ভিন্ন স্বাদের চায়ের আয়োজন। অনুষ্ঠানে বিজেএফডির সদস্য, তাদের পরিবার এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত শীর্ষ নেতারা অংশ নেন। মিষ্টি মজাদার পিঠার স্বাদ ও ধূমায়িত রাজা মামার চা পানের পাশাপাশি উপস্থিত সবাইকে মিষ্টি সুরের গান উপভোগ করতে দেখা যায়।
সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিজেএফডির এটি একটি বার্ষিক অনুষ্ঠান। প্রতি বছর এই পিঠা উৎসবের আয়োজন আমাদের পরস্পরের মধ্যে সম্প্রীতি তৈরি করবে। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে অনেক অপপ্রচারও আছে। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের উচিত সঠিক তথ্য দেশবাসীর কাছে উপস্থাপন করা। বার্ষিক এ আয়োজনের মাধ্যমে বিজেএফডির সদস্যদের চিত্তবিনোদনের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে তুলে ধরার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
হেলাল উদ্দিন বলেন, এই আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে ভালো দিকগুলো উপস্থাপনের মাধ্যমে জেলার সুনাম করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়