গয়েশ্বর চন্দ্র রায় : নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সরকার

আগের সংবাদ

ওমিক্রনের সামাজিক সংক্রমণ! জিনোম সিকুয়েন্সিং বাড়ানোর তাগিদ > সার্বিক পরিস্থিতি বুঝতে আরো দুই সপ্তাহ লাগবে : বিশেষজ্ঞদের মত

পরের সংবাদ

চট্টগ্রামে শিপইয়ার্ডে নিরাপত্তা কর্মীর মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুন্ডে একটি শিপইয়ার্ডে জাহাজ থেকে পড়ে রণবিক্রম ত্রিপুরা (২৭) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মাদামবিবির হাটে ‘এস এল স্টিল শিপইয়ার্ডে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত রণবিক্রম ত্রিপুরার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা।
সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রণবিক্রম ওই শিপইয়ার্ডে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন। জাহাজ থেকে নামার সময় তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত রণবিক্রমকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রণবিক্রমকে হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়