নৌপুলিশের অভিযান : ৩৫ লাখ মিটার জাল জব্দ

আগের সংবাদ

পঞ্চম দফায়ও সারাদেশে ব্যাপক সহিংসতা > ভোটে ঝরল আরো ১১ প্রাণ : পুলিশের গাড়িতে আগুন, আহত শতাধিক, আটক অর্ধশত

পরের সংবাদ

খাগড়াছড়িতে বিক্ষোভ : যুবলীগ নেতা অপহরণের প্রতিবাদ

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে ইমান হোসেন (২৭) নামে এক যুবলীগ নেতাকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা গত সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখেন। সড়কে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে যুবলীগ নেতাকে মুক্তি দেয়া না হলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে মানিকছড়ি থেকে বড়বিলে নিজ বাড়িতে ফেরার পথে তিনি অপহরণের শিকার হন। তবে কারা এ ঘটনায় জড়িত তা কেউই নিশ্চিত করেনি। ইমান হোসেন মানিকছড়ির তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার চাচা শফিকেলি ইসলাম ফারুক মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মানিকছড়ি থানার ওসি মো. শাহনুর আলম জানান, এ বিষয়ে পরিবার থেকে একটি জিডি করা হয়েছে। তদন্ত চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়