মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

সেবাপ্রত্যাশীদের ভোগান্তি : কুতুবদিয়ায় নির্বাচন অফিসের সার্ভার ৩ মাস ধরে বিকল

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসের সার্ভার মেশিনটি ৩ মাস ধরে বিকল রয়েছে। ফলে নতুন ভোটার কার্যক্রমও বন্ধ হয়ে আছে। ভোগান্তি বেড়েছে সেবাপ্রার্থীদের। এমনিতেই ভোটার হতে নানা কাগজপত্র সংগ্রহ করতেই হিমশিম খেতে হয়। বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দ্বীপের নাগরিকদের বেশ সংখ্যক মানুষ ভোটার হতে পারেনি। রোহিঙ্গা সংকটে প্রভাব পড়েছে নতুন ভোটার হতেও।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সার্ভার মেশিনটি বিকল হওয়ায় তা ঢাকায় পাঠানো হয়েছিল। প্রায় আড়াই মাস পর তা সচল বলে নিয়ে আসা হয় দুসপ্তাহ আগে। তবে আনার পর সেটি কাজ হচ্ছে না। সেবাপ্রার্থীরা অনলাইনে কাগজপত্র প্রেরণের তথ্য জানতে প্রতিদিন ধরনা দিচ্ছে নির্বাচন অফিসে। আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদারপাড়ার বাসিন্দা মন্জুর আলম নতুন ভোটার হতে কাগজপত্র জমা দিয়েছে ৪ মাস আগে। ছবিও তুলেছে ৩ মাস হলো। তার ছেলে কুতুবদিয়া সরকারি কলেজের ছাত্র আবু হানিফ জানান, বাবার আইডি কার্ড করতে না পাড়ায় কলেজের ইউনিক আইডি খুলতে পারেনি। জানুয়ারিতে দ্বাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে না পারলে সে পরীক্ষাও দিতে পারবে না। এত জরুরি বিধায় সে উপজেলা নির্বাচন অফিসে অনেকবার ধরনা দিয়েছে। নির্বাচন অফিসার জানুয়ারিতে কনফার্ম আইডি কার্ড হবে বলে নিশ্চয়তা দিলেও সার্ভার মেশিনটি বিকল থাকায় সেটিও সম্ভব হয়নি বলে জানায়। এমন নতুন ভোটার হতে আবেদন জমা রয়েছে অনেক। এক সময় ইউপি নির্বাচন, আবার অফিসারের দায়িত্ব ছিল অন্য উপজেলায় ইউপি নির্বাচনে সর্বশেষ সার্ভার মেশিন বিকলে নাকাল সেবাপ্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার জানান, নতুন ভোটার ছাড়া অন্যান্য কার্যক্রম চলছে। সার্ভার মেশিনটি বিকল হওয়ায় ব্যাহত হচ্ছে। মেশিনটি ঢাকা থেকে সচল করে আনা হলেও সেটি আনার পর কাজ হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়