মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

পীরগঞ্জের সাতগড়া ঘাটে নেই সেতু : ৬ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রংপুর : পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নেরর সাতগড়ার ঘাটে সেতুর অভাবে আখিরা নদীর দুই পাড়ের ছয় গ্রামের মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে বাঁশের সাঁকো বা কলা গাছের ভেলা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষকে। মাত্র দুই কিলোমিটারের পথ গ্রামবাসীদের ঘুরতে হচ্ছে ৬ কিলোমিটার। সাতগড়ারা গ্রামের কাইয়ুম উদ্দিন বলেন, রামনাথপুর, রায়পুর এবং চতরা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ এ পথে যাতায়াত করে। আগের দিনের মানুষ গরু ও মহিষের গাড়ি দিয়ে কৃষি মালামালসহ হাটবাজারে যাতায়াত করতেন এই রাস্তা দিয়ে। নদীর পশ্চিম পাড়ের রায়পুর ও চতরা ইউনিয়ন ও পূর্ব পাড়ের রামনাথপুর ইউনিয়নের মধ্যে মাত্র দুই কিলোমিটারের পথ পাড়ি দিতে হচ্ছে ৬ কিলোমিটার ঘুরে। হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু মিয়া বলেন, নদীর দুই পাড়েই কয়েকটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ছাড়াও মাদ্রাসা এবং হাফেজিয়া মাদ্রাসা রয়েছে। এ পথে স্কুল মাদ্রাসা পড়–য়া ছাত্রছাত্রীসহ গ্রামের মানুষ কৃষিকাজে যাতায়াত করে থাকেন। আখিরা নদীতে সেতু না থাকায় এলাকাবাসীর অর্থ ও সময় নষ্ট হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়