মোটরসাইকেল ধাক্কায় রমনায় নারী নিহত

আগের সংবাদ

উল্লাপাড়ার শুঁটকি মাছে সমৃদ্ধ হবে রাজস্ব খাত

পরের সংবাদ

দেশি তারকাদের বিদেশ সফর

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকার শোবিজ অঙ্গনের অন্তত দুই ডজন তারকা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাদের কেউ ছুটি কাটাতে গিয়েছেন,
কেউ আবার চিকিৎসা নিতে। এছাড়া কেউ কেউ স্থায়ীভাবে বিদেশি নাগরিকত্ব পাওয়ার জন্য চেষ্টা করছেন বলেও জানা গেছে। দেশি তারকাদের বিদেশ সফর নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। লিখেছেন হেমন্ত প্রাচ্য
মেয়ে ফাইজাকে নিয়ে গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা মৌসুমী। গত ২৯ অক্টোবর ফাইজা ১৮ বছর পূর্ণ করেছে। এরপর তিনি যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। মূলত মেয়েকে যুক্তরাষ্ট্রে স্থায়ী করার উদ্দেশ্যেই মৌসুমী পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। পাশাপাশি মেয়েকে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার প্রক্রিয়াও সম্পন্ন করবেন এই সফরে। জানা যায়, সেখানে মৌসুমীর মা এবং বোন থাকেন। মৌসুমী সেখানে পারিবারিক সময় কাটাচ্ছেন।
এদিকে গত ১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ১৪ নভেম্বর নিউইয়র্ক শহরে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই ঢালিউড তারকা। এই অনুষ্ঠানে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, আফজাল হোসেন, জয়, কুসুম সিকদার, ফেরদৌস আরা, সামিনা চৌধুরী, এস আই টুটুল, বাদশা বুলবুল, কোনালসহ আরো অনেকে অংশ নিয়েছেন। নভেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা ছিল নায়ক শাকিব খানের। জানা যায়, ৪ ডিসেম্বর আরেকটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তিনি আরো সপ্তাহখানেক পরে ফিরবেন। এদিকে শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শাকিবও আমেরিকায় স্থায়ী নাগরিকত্ব পাওয়ার জন্য চেষ্টা করছেন। তবে শাকিব খান বিষয়টি নিয়ে এখনই কিছু জানাননি। তবে ফেসবুকে শাকিব যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়ানোর নানা ছবি শেয়ার করছেন। গত ২৭ নভেম্বর শাকিব ফেসবুকে লিখেছেন, ‘১৪ নভেম্বর নিউইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে এসেছিলাম। ওই আয়োজনের পর আয়োজকদের অনুরোধে ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি ভাইবোনদের সঙ্গে দেখা করতে ৪ ডিসেম্বর আসছি ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডসে। এর বাইরে যুক্তরাষ্ট্রের আর কোনো অনুষ্ঠানে আমার কোনো ধরনের অংশগ্রহণ থাকছে না।’
যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরবেন শাকিব। এদিকে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে শবনম বুবলী, চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া শাহরিন, বাপ্পি চৌধুরী, সাবিলা নূর, তানজিন তিশাসহ অন্তত ২৫ জন তারকার অংশ নেবেন বলে জানান আয়োজকেরা।
গত ১৭ নভেম্বর চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে গেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে ডিপজল লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে সুস্থ আছি। খুব তাড়াতাড়ি আমার নিজের জন্মভূমি বাংলাদেশ ফিরে আসব।’
বিয়ের দুই মাসের মাথায় স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে উড়াল দেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ২৪ নভেম্বর বিকালে বিমানবন্দর থেকে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে একথা জানান তিনি। মাহি ফেসবুকে লিখেছেন, ‘জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ ওমরাহ পালনের জন্য আগামী ১৫ দিন তিনি শুটিংয়ের সিডিউল ফাঁকা রেখেছেন। ওমরাহ থেকে ফিরে হাতে থাকা সিনেমার কাজে যোগ দেবেন বলে জানা যায়। বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন ছিল ১৭ নভেম্বর। সেদিন ঢাকায় ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন করে পরদিন ১৮ নভেম্বর লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেন রুনা লায়লা। মূলত সেখানে বসবাসরত কন্যা তানি লায়লা এবং দুই নাতি জাইন ও অ্যারনের সঙ্গে সময় কাটাতেই তার এই ট্যুর। অন্যদিকে অভিনেত্রী ববিতা মাসখানেক আগে কানাডায় গিয়েছেন একমাত্র ছেলে অনিকের কাছে। পরে তিনি সেখান থেকে গিয়েছেন যুক্তরাষ্ট্রে ভাইদের সঙ্গে দেখা করতে। বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ববিতা। এছাড়া কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী বন্যা মির্জা। তিনিও যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা যায়। অন্যদিকে অভিনেত্রী তমালিকা কর্মকার কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়