ডিজিটাল নিরাপত্তা আইনে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

বিদেশি বিনিয়োগে যত উদ্যোগ : আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতিসহ ৫ বাধা, কর ব্যবস্থা আরো সহজ করার দাবি

পরের সংবাদ

২৪ ডিসেম্বর আসছে কপিল দেবকে নিয়ে সিনেমা

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাস মহামারির কারণে বেশ কয়েকবার পিছিয়ে যায় কবির খান পরিচালিত ‘৮৩’ ছবিটির মুক্তির তারিখ। তাছাড়া ছবিটির নির্মাতা কবীর খান স্পষ্ট জানিয়েছিলেন, এই ছবি কোনোভাবেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেবেন না তিনি। কারণ, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে তৈরি এই বায়োপিক শুধুমাত্র বড়পর্দার জন্যই।
দিন কয়েক আগেই প্রকাশ পেয়েছিল ‘৮৩’ ট্রেলার। ৩০ নভেম্বর প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। নির্মাতা কেন ছবিটি শুধুমাত্র বড়পর্দাতেই মুক্তি দিতে চাইছেন ট্রেলার প্রকাশের পর তার হদিস মিলল।
ট্রেলারের শুরুতে অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের বিশ্বজয়ের দৃশ্য নেই। বরং শুরুতে দেখানো হয়েছে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচের দৃশ্য। যে ম্যাচে ১৭ রানে ৫ উইকেট খুইয়ে বসেছিল ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিলের দল। বাথরুমে সেই সময় গোসল করছিলেন অধিনায়ক। এরপরই তাকে ডেকে জানানো হয় বিষয়টি। ততক্ষণে ৯ রানে ৪ উইকেট পড়ে যায়। এরপর কপিল সেই ম্যাচে একাই করেছিলেন ১৭৫ রান। তার ব্যাট ঘুরেছিল এরোপ্লেনের প্রপেলারের মতো। ম্যাচ জিতে বিশ্বকাপে লড়াই টিকিয়ে রেখেছিল ভারত। একদিনের আন্তর্জাতিক ম্যাচের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ জেতানো ইনিংসটি দিয়েই শুরু হয়েছে ট্রেলার। পরে একে একে উঠে এসেছে প্রতিযোগিতার ‘আন্ডারডগ’ ভারতের উত্থানের খতিয়ান।
‘৮৩’-তে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। ছবিতে নিজের চরিত্র দারুণভাবে ফুটিয়ে তোলার জন্য শুধু চেহারার পরিবর্তন নয়, ক্রিকেট খেলার প্রশিক্ষণও নিয়েছিলেন বলিউডের এই তারকা। কপিল দেবের বিখ্যাত নটরাজ শটকে হুবহু নকল করছেন রণবীর। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়–কোনকে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘৮৩’। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, কান্নাড়া ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে এটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়