ওয়ারী থেকে উদ্ধার : মারা গেল সেই নবজাতকটি

আগের সংবাদ

বিদ্রোহের ভারেই নৌকাডুবি

পরের সংবাদ

মিলিটারি পুলিশ সপ্তাহ শুরু

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ ঢাকাসহ সব সেনানিবাসে ব্যক্তিগত ও ট্রাফিক শৃঙ্খলা সম্পর্কে সর্বস্তরের জনসাধারণের মাঝে সচেতনতা বাড়ানো এবং বিভিন্ন পালনীয় সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২১ শুরু করেছে। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনালের মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি এনএসডব্লিউসি এএফডব্লিউসি পিএসসি ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে গতকাল রবিবার বেলুন ও ফেস্টুন উড়িয়ে মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২১ উদ্বোধন করেন। সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২১ আগামী ৪ ডিসেম্বর সমাপ্ত হবে। আইএসপিআর
উল্লেখ্য, কোর অব মিলিটারি পুলিশ শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় মিলিটারি পুলিশ কোরের সদস্যরা উচ্চমানের পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
অনুষ্ঠানে সেনা, নৌ, বিমানবাহিনীর কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়