লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

নির্বাচনী সংঘাতে নৌকার কর্মী গুলিবিদ্ধ, ওসি প্রত্যাহার

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

এস আর সেলিম, দৌলতপুর (কুষ্টিয়া) থেকে : দৌলতপুর উপজেলায় থামছেই না নির্বাচনী সহিংসতা। গত বুধবার রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর বটতলা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি, অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাগর নামে আওয়ামী লীগের এক কর্মী গুলিবিদ্ধ হন। অন্যদিকে মাসুদ নামে বিএনপির এক কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এদিকে এ ঘটনার পরপরই দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান সেলিম চৌধুরী অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার ভাই শামীম মোল্লার নির্দেশে বিএনপির কর্মীরা কল্যাণপুর বাজারে তার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করেছেন। এর আগে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল বের করেন। ওই মিছিল থেকে নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে সেলিম চৌধুরীর দাবি। অন্যদিকে উপজেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, সেলিম চৌধুরীর নির্বাচনী অফিস ভাঙচুরের নামে নাটক সাজানো হয়েছে। সেখানে বিএনপির কোনো মিছিলই বের হয়নি। গতকাল বৃহস্পতিবার বিকালে দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সেলিম চৌধুরীর পক্ষ থেকে বুধবার গভীর রাতে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার পর নির্বাচন কমিশনের এক আদেশে ওসি নাসির উদ্দিনকে এখান থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়