লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

চুল কাটার জের : চাটখিলে শিক্ষার্থীর আঙুল ভাঙলেন প্রধান শিক্ষক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : চাটখিলের সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনছারী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ১০-১৫ জন শিক্ষার্থীকে চুল কাটা নিয়ে গত বুধবার স্কুলে লাঠি দিয়ে মারপিট করেন। এতে ওই বিদ্যালয়ের এক ছাত্রের ডান হাতের বৃদ্ধাঙুল ভেঙে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রের মা জানান, গত বুধবার রাতে তার ছেলের প্রচণ্ড হাতব্যথা বলে চিৎকার করে কাঁদতে থাকে। পরে ওই ছাত্রকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক এক্স-রে করে নিশ্চিত করেন ছাত্রের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ভেঙে যায়। এতে ছাত্রকে জিজ্ঞেস করলে সে বলে তাকেসহ স্কুলের ১০-১৫ জন শিক্ষার্থীর চুল কাটাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক সবাইকে বেদম পিটিয়েছেন এবং প্রধান শিক্ষক অভিভাবকদের না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়েছেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনছারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিক্ষার্থীদের শাসন করার জন্য তিনি মেরেছেন। পরে এক ছাত্রের অভিভাবক আঙুল ভেঙেছে এ বিষয়টি তাকে জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়