নরসিংদীতে আটক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান

আগের সংবাদ

‘তোরে আমি কি জন্য একা যাইতে দিলাম’

পরের সংবাদ

যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানে হারিয়ে বিশ্বকাপের পথে টাইগ্রেসরা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশের ছেলেরা পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে পাত্তা না পেলেও বিশ্বকাপ বাছাইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মূলপর্বে খেলার স্বপ্ন দেখা টাইগ্রেসরা গতকাল যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ২৬৯ রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশের ৩২২ রানের জবাবে খেলতে নেমে যুক্তরাষ্ট্রের মেয়েরা ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রান তুলতে সমর্থ হয়। টাইগ্রেস বোলারদের মধ্যে সালমা খাতুন, ফাহিমা খাতুন এবং রুমানা আহমেদ প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। অপর উইকেটটি তুলে নেন জাহানারা আলম। যুক্তরাষ্ট্রের দুই ব্যাটসম্যান রান আউটের ফাঁদে পড়েন। একজন ব্যথা পাওয়ার কারণে পরে ব্যাট করতে পারেনি।
টানা দুই ম্যাচ জেতা শারমিন-জাহানারা আগামী বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। এবার আট দলের টুর্নামেন্টের পাঁচটি দল এরই মধ্যে নিশ্চিত হয়েছে। এবার ‘এ’ গ্রুপে চারটি ও ‘বি’ গ্রুপে পাঁচটিসহ মোট ৯টি দল অংশ নিচ্ছে বাছাইপর্বে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্সপর্বে। সুপার সিক্সের পয়েন্ট তালিকায় নিজ নিজ গ্রুপ থেকে ওঠা দুই দলের বিপক্ষে প্রথম রাউন্ডে পাওয়া পয়েন্টও যোগ হবে। সুপার সিক্স শেষে শীর্ষ তিনটি দল পাবে নিউজিল্যান্ডের টিকেট। টাইগ্রেসরা যেভাবে এগুচ্ছে তাতে নিউজিল্যান্ডের টিকেট সংগ্রহ করতে বেগ পেতে হবে না।
একটা সময়ে মেয়েরা মাঠে ক্রিকেট খেলুক তা চায়নি অনেকে। মৌলবাদীদের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলার মেয়েরা ক্রিকেট বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। সাকিব-তামিমরা আজ অবধি এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি। ২০১৮ সালে ভারতের মেয়েদের শ্বাসরুদ্ধ ফাইনালে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলার বাঘিনীরা। টাইগ্রেসরা ইদানীং টাইগারদের চেয়ে ভালো পারফরম্যান্স করছে। ক্রিকেটে সাকিব-তামিমরা যে সুযোগ-সুবিধা পায় তার অর্ধেকেরও কম পায় টাইগ্রেসরা। তারপরও সাফল্যে দিনে দিনে মেয়েরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মেয়েরা জিম্বাবুয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারানোর পর গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৬৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ওপেনার শারমিন আক্তার। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৪১ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন তিনি। হারারের সানরাইজ স্পোর্টস ক্লাবে গতকাল টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমীন আখতারের ব্যাটে দারুণ গতিতে এগোয় তারা। মেয়েদের ক্রিকেটে গতকাল সেঞ্চুরি হাঁকিয়েছেন শারমিন আক্তার সুপ্তা। যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃত ম্যাচ নয়। যুক্তরাষ্ট্রের মেয়েদের ওয়ানডে স্ট্যাটাস নেই বলে এ ম্যাচটি পাচ্ছে না ওয়ানডের স্বীকৃতি। ৫০ ওভারের ম্যাচকে লিস্ট ‘এ’ হিসেবে গণনা করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, ফলে এটিও পড়ছে সে পর্যায়েই।
মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এতদিন সর্বোচ্চ ইনিংসটি যৌথভাবে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের দখলে। ২০১৩ সালে ভারতের বিপক্ষে সালমা করেছিলেন অপরাজিত ৭৫ রান, রুমানা অবশ্য ৭৫ রান করে আউট হয়েছিলেন।
টারা নরিসের বলে চার মেরে গতকাল ৯৯ রানে পৌঁছান শারমিন। এরপর পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। সেঞ্চুরিতে যেতে ১১৮ বল খেলেছেন তিনি, এর আগে ফিফটি করেছিলেন ৫৫ বল খেলে। শেষ পর্যন্ত ইনিংসে শারমিন মেরেছেন ১১টি চার। শারমিনের সেঞ্চুরি রেকর্ডবুকে না থাকলেও তার সেঞ্চুরিতে প্রথমবারের মতো ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২১১, পাকিস্তানের বিপক্ষে।
গতকাল জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের নিজেদের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।
এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ৩৫৮ রান করেছে শুধু ভারত। তবে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে তারা ৪৯১ রান করেছিল।
বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস পায়। ১০ বছরে উত্থান-পতনের পথচলার পর টেস্ট মর্যাদা পেয়েছে বাংলার বাঘিনীরা । এবার থেকে লাল বলের ক্রিকেটে হাসাবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের ক্রিকেটে পূর্ণ সদস্য সব দেশকে টেস্ট মর্যাদা দেয়ার। যেহেতু অনেক আগে থেকেই আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ নারী ক্রিকেট, তাই এ সিদ্ধান্তে সালমা-জাহানারারা পা রাখতে যাচ্ছেন টেস্ট আঙিনায়।
আইসিসি মেয়েদের ক্রিকেটের পূর্ণ সদস্যদের স্থায়ীভাবে ওয়ানডে ও টেস্ট মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ যেহেতু পূর্ণ সদস্য দেশগুলোকে টেস্ট মর্যাদা দিচ্ছে আইসিসি, তাই টেস্ট দলের সংখ্যা এখন দাঁড়াল ১৩-তে। এতদিন ১০ দেশ খেলতো টেস্ট। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়