টাইগ্রেসদের উড়ন্ত সূচনা পাকিস্তানকে হারিয়ে

আগের সংবাদ

খুনোখুনি নিয়ে দুশ্চিন্তায় পুলিশ : অবৈধ অস্ত্রের পাশাপশি বেড়েছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার > চলছে পুলিশের বিশেষ অভিযান

পরের সংবাদ

কুতুবদিয়ায় স্থগিত ওয়ার্ডে ভোট ৩০ নভেম্বর

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের স্থগিত ৭নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেন। গত ২০ সেপ্টেম্বর নির্বাচনে এ ওয়ার্ডে সহিংসতায় নৌকার এজেন্ট আ’লীগ নেতা আব্দুল হালিম নিহত হলে ওই কেন্দ্রটি স্থগিত করেন নির্বাচন কমিশন। বড়ঘোপ ৭নং ওয়ার্ডের আওতায় ৪ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ফরিদা জাফর (জিরাফ), জোসনা আক্তার (মাইক), শাহানা আক্তার (কলম) ও রওশন আরা (তালগাছ) এবং ৪ জন সাধারণ সদস্য প্রার্থী সালাহউদ্দিন (মোরগ), সেলিম উদ্দির (টিউবওয়েল), মিজানুর রহমান (আপেল) ও নজরুল ইসলাম (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ১ ওয়ার্ড স্থগিত থাকায় পুরো ইউনিয়নের বাকি ওয়ার্ডে বিজয়ীদের শপথ অনুষ্ঠিত হয়নি। ৮ ওয়ার্ডে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৫৪৯ এবং তার নিকটতম নৌকা প্রতীকে আওয়ামী লীগের মো. আবুল কালাম ভোট পেয়েছেন ৪ হাজার ১১০ ভোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়