টাইগ্রেসদের উড়ন্ত সূচনা পাকিস্তানকে হারিয়ে

আগের সংবাদ

খুনোখুনি নিয়ে দুশ্চিন্তায় পুলিশ : অবৈধ অস্ত্রের পাশাপশি বেড়েছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার > চলছে পুলিশের বিশেষ অভিযান

পরের সংবাদ

অবৈধ সম্পদ অর্জন : প্রদীপের মামলার চার্জ গঠন পেছাল

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন পিছিয়েছে। গত রবিবার এ চার্জ গঠনের দিন ধার্য ছিল। আগামী ৬ ডিসেম্বর এ মামলার অভিযোগ গঠন ও জামিন আবেদনের শুনানি হবে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালত এ আদেশ দিয়েছেন।
এ ব্যাপারে চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বলেছেন, ‘আসামিপক্ষ প্রদীপের জামিনের আবেদন করেছিল। জামিন আবেদনের শুনানি ৬ ডিসেম্বর হবে বলে জানিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিপক্ষ থেকে অভিযোগ গঠনের সময় চেয়ে আবেদন করেছিলেন আদালতে। আদালত তা মঞ্জুর করে আগামী ৬ ডিসেম্বর আসামির উপস্থিতিতে চার্জ গঠন ও জামিন শুনানি হবে বলে আদেশ দিয়েছেন।’
প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। গত ২৮ জুলাই মামলার বাদী দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। গত ১ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। গত ২৯ জুন চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ দেখভালের দায়িত্ব কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসককে দেন।
এর মধ্যে গত ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলাটির এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তার স্ত্রী চুমকি। তিনি দেশে আছেন নাকি পালিয়ে বিদেশে চলে গেছেন তা-ও নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ বা দায়িত্বশীল কেউ।
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় গত বছরের ৬ আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ। নিহতের বোনের করা মামলায় ২৭ জুন অভিযোগ গঠনের মধ্যে এর বিচার শুরু হয়েছে। যে মামলার আসামি প্রদীপসহ ১৫ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়