জামালদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

আগের সংবাদ

বাস মালিক-শ্রমিকরা বেপরোয়া : এখনো অতিরিক্ত ভাড়া আদায় > গেটলক-সিটিং সার্ভিস বহাল > বিআরটিএর তৎপরতা লোক দেখানো

পরের সংবাদ

শান্তিগঞ্জের ৮ ইউনিয়ন : প্রচারণায় ব্যস্ত ৪৩ চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হোসাইন আহমদ, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে : তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার-প্রচারণায় রয়েছেন ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৪৩ জন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। এসব প্রার্থী রাত-দিন নিজ নিজ কর্মী ও সমর্থক নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররাও তাদের নিয়ে শুরু করেছেন বিচার-বিশ্লেষণ। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থীরা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান জিতু, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শাহীনুর রহমান, আব্দুল্লাহ মিয়া ও (স্বতন্ত্র) কবির আহমদ। জয়কলস ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মাসুদ মিয়া, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আব্দুল বাছিত সুজন, হাছান মামুদ তারেক, রাজা মিয়া, আব্দুল লতিফ কালা শাহ, (স্বতন্ত্র) জহির উদ্দিন, (স্বতন্ত্র) ফরিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা ওয়ারিছ উদ্দিন। পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জগলুল হায়দার, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) নুরুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী সজিব আহমদ। পূর্ব পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাশিকুল ইসলাম, (স্বতন্ত্র) মাসুক মিয়া, আক্কাস খান অপু, আলাল মিয়া, বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র) আক্তার হোসেন, কামাল হোসেন, জয়নাল আবেদীন, দরগাপাশায় ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনির উদ্দিন, (স্বতন্ত্র) সুফি মিয়া, (স্বতন্ত্র) মাছুদুল হাসান, (স্বতন্ত্র) নেছার আলম। পূর্ব বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম, (স্বতন্ত্র) মো. মসফিকুর রহমান, রুবেল মিয়া, ছালেক উদ্দিন, জমির হোসেন। পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট দেবাংশু শেখর দাশ, (স্বতন্ত্র) লুৎফুর রহমান জায়গীরদার খোকন, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) সফিকুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম মাওলানা মফিজুর রহমান, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) নুর মিয়া, শামছুল আলম ভূঁইয়া।
পাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামছুল ইসলাম রাজা, (স্বতন্ত্র) প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) শহীদুল ইসলাম, বদরুজ্জামান, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) হারুনুর রশীদ তালুকদার মাঠে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৪৩ জন প্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়