জামালদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

আগের সংবাদ

বাস মালিক-শ্রমিকরা বেপরোয়া : এখনো অতিরিক্ত ভাড়া আদায় > গেটলক-সিটিং সার্ভিস বহাল > বিআরটিএর তৎপরতা লোক দেখানো

পরের সংবাদ

ময়মনসিংহে সংবাদ সম্মেলন : নিখোঁজ ব্যবসায়ীকে ফিরে পেতে পরিবারের আকুতি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি : ফুলবাড়িয়া উপজেলার মৎস্য ব্যবসায়ী ইমাম মেহেদী হাসান ডলারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ও পরিবার। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বামীর সন্ধ্যান চেয়ে লিখিত বক্তব্যে স্ত্রী মোনতা হেনা পিংকি জানান, গত ৬ নভেম্বর ফুলবাড়িয়ায় নিজের ফিশারি থেকে বাড়ি ফেরার সময় তার স্বামী ইমাম মেহেদী হাসান নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানতে পারেন, ওইদিন বিকাল ৫টার দিকে একটি সাদা মাইত্রোবাস ও দুটি মোটরসাইকেলযোগে একদল লোক মেহেদী হাসানকে উঠিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। তিনি নিখোঁজ স্বামীকে দ্রুত ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের দুটি শিশুকন্যা রয়েছে। স্বামীকে না পেয়ে তিনি এবং সন্তানসহ পরিবারের সদস্যরা পাগলপ্রায়। তিনি আরো জানান, তার স্বামী একজন সুশিক্ষিত প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মেহেদীর বাবা জোড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। প্রধানমন্ত্রী, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে নিখোঁজ স্বামীকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ডলারের সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে। একজন পুলিশ উপপরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়