জামালদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

আগের সংবাদ

বাস মালিক-শ্রমিকরা বেপরোয়া : এখনো অতিরিক্ত ভাড়া আদায় > গেটলক-সিটিং সার্ভিস বহাল > বিআরটিএর তৎপরতা লোক দেখানো

পরের সংবাদ

খোলা প্রশ্ন

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আমি কি খুব শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করতে পারি যে, ধর্ষণের অপরাধ শুধু ৭২ ঘণ্টা স্থায়ী হয় কিনা? সেই সীমার পর অপরাধ কি শুধুই হাওয়ায় মিলিয়ে যায়? আমাদের চোখের সামনে একজন শিকার আছে- শারীরিক এবং মানসিক উভয় ক্ষত ভোগ করছে। কিন্তু কোনো অপরাধী নেই? যদি পুলিশকে ৭২ ঘণ্টা পর কোনো মামলা না নেয়ার পরামর্শ দেয়া হয়, তাহলে এর মানে কি এই নয় যে, সেই সময়সীমার পর ধর্ষক আর ধর্ষক থাকবে না। কারণ পুলিশ যদি ধর্ষণের মামলা নথিভুক্ত না করে, তাহলে বিচার চাওয়ার প্রক্রিয়া শুরু করতে ভিকটিমদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার জানা মতে, কোনো অপরাধের জন্য কোনো সময়সীমা নেই। সব অপরাধের জন্য, ক্ষুদ্র বা গুরুতর, একবার সংঘটিত হলে আইনের দীর্ঘ বাহু যত দেরিতেই হোক না কেন অপরাধীকে খুঁজে বের করবে। আমরা আমাদের আইনি ব্যবস্থার ওপর বিশ্বাস রাখি, তা যতই সত্যের বিরুদ্ধে চলুক না কেন। সুতরাং যখন অন্য কোনো অপরাধই ‘সময়সীমাবদ্ধ’ নয়, কেন ধর্ষণের ব্যতিক্রম হবে? এটি নারীদের বিরুদ্ধে সবচেয়ে ঘন ঘন সংঘটিত অপরাধগুলোর মধ্যে একটি এবং এটিকে সময়সীমাবদ্ধ করে, আমরা কি শুধু নারীদের প্রতি বৈষম্যের একটি নতুন রূপ যোগ করিনি?

সৈয়দ আশিকুজ্জামান আশিক : গবেষণা সহকারী, সেন্টার ফর রিসার্চ ইনোভেশন এন্ড
ডেভেলপমেন্ট, ঢাকা।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়