জাবির ভর্তি পরীক্ষা : প্রক্সি দিতে গিয়ে বুয়েট শিক্ষার্থী কারাগারে

আগের সংবাদ

এশিয়ান আর্চারিতে পদক খরা ঘোচাল বাংলাদেশ

পরের সংবাদ

২০ তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পাঁচতারকা হোটেল ‘রেডিসন ব্লু’র ২০তলা থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আরিফ কবির নামের ২৪ বছরের ওই যুবক হোটেলের রেস্টুরেন্টে খাওয়া শেষে নিজেই লাফ দেন। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ওই যুবক এক সপ্তাহ আগে ‘মায়ের সঙ্গে ঝগড়া করে’ বাসা থেকে বেরিয়ে কক্সবাজারে চলে গিয়েছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রোপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গতকাল সোমবার বিকালে রেডিসন ব্লু’র ২০তলার রেস্তোরাঁয় খেতে যান আরিফ। রাত ৯টার দিকে তিনি বারান্দা থেকে নিচে লাফ দেন এবং ষষ্ঠ তলার বারান্দায় গিয়ে পড়েন।
হোটেল কর্তৃপক্ষ তখন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের কাছে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার বাসের টিকেট পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলছি।

কোতোয়ালি থানার পরিদর্শক রেজাউল করিম বলেন, আরিফের মা আমাদের বলেছেন, গত ৯ নভেম্বর ছেলের সঙ্গে তার ঝগড়া হয়। পরে তিনি বাসা থেকে বের হলে আরিফও বেরিয়ে যায়। বাসা থেকে বের হওয়ার পর আরিফ বেশির ভাগ সময় মোবাইল বন্ধ রাখছিলেন। মাঝে মাঝে ফোন অন করে কথা বললেও পরে আবার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। গতকাল সোমবার মা ও নানার সঙ্গে তার কথা হয়েছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। রেজাউল করিম বলেন, সোমবার দুপুর পর্যন্ত আরিফের ফোনের লোকেশন ছিল কক্সবাজারে। বিকাল সাড়ে ৫টার দিকে তিনি চট্টগ্রামের হোটেল রেডিসনে যান। খাবার অর্ডার করে রাত ৯টা পর্যন্ত সে টেবিলেই ছিল। পরে সেখান থেকে উঠে খোলা বারান্দা থেকে নিচে লাফ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়