জাবির ভর্তি পরীক্ষা : প্রক্সি দিতে গিয়ে বুয়েট শিক্ষার্থী কারাগারে

আগের সংবাদ

এশিয়ান আর্চারিতে পদক খরা ঘোচাল বাংলাদেশ

পরের সংবাদ

হাসান আজিজুল হকের মৃত্যুতে ঢাবি ভিসির শোক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
গতকাল মঙ্গলবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক হাসান আজিজুল হক ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক ও নন্দিত কথাসাহিত্যিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় এই কথাশিল্পীর সৃজনশীল রচনাবলি আমাদের সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে আমাদের শিক্ষা ও সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। দেশের সাহিত্য-সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রাখার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়