জাবির ভর্তি পরীক্ষা : প্রক্সি দিতে গিয়ে বুয়েট শিক্ষার্থী কারাগারে

আগের সংবাদ

এশিয়ান আর্চারিতে পদক খরা ঘোচাল বাংলাদেশ

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মা সমাবেশ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার ঝিকরগাছার বাবর আলী ও নিশ্চিন্তপুর বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে জন্ম নিবন্ধন বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ প্রধান অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাবর আলী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আব্দুল আলীম। অন্যদের মধ্যে ছিলেন পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, প্রধান শিক্ষক হোসনে আরা মিতা, পরিচালনা পরিষদের সদস্য সাঈদ আলী, নিশ্চিন্তপুর গ্রামের বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল কবীর প্রমুখ।

ই-সেবা ক্যাম্পেইন

কাগজ প্রতিবেদক, নাটোর : ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে নাটোরে ‘ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ারের সভাপতিত্বে এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলা চৌধুরী, নাদিরা খাতুনসহ উদ্যোক্তারা।

গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মির্জাপুরে ১১ কেজি গাঁজাসহ সোহেল শাহ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে গোড়াই-সখিপুর সড়কের উপজেলার হাঁটুভাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত সোহেল শাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া ফকিরপাড়া গ্রামের মৃত ফুলমিয়া শাহর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে গিয়ে তাকে আটক করে। এ সময় অপর এক মাদক কারবারি পালিয়ে যায়। মির্জাপুরর দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আইয়ুব খান জানান, তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রস্তুতি সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জেলা দলিল লেখক সমিতির সম্মেলন উপলক্ষে নাগরপুর উপজেলা দলিল লেখক সমিতি কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমানের পরিচলনায় বক্তব্য রাখেন- জেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ দলিল লেখক ও সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির মো. হুমায়ন রশিদ আকন্দ সোনা, দেলদুয়ার দলিল লেখক সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম প্রমুখ।

সাংবাদিক প্রশিক্ষণ
কাগজ প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শিশুদের কথা তুলে ধরবে শিশু এই সেøাগানকে সামানে রেখে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা। হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর উদ্যোগে ও ইউনিসেফের অর্থায়নে আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ২১ জন ক্ষুদে সাংবাদিক অংশ নেয়। রবিবার বিকালে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিশু সাংবাদিকদের হাতে তুলে দেন সদন। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার ও আদিবাসী নেতা পরিমল সিং বারাইক।

মাঠ দিবস
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : ফুলছড়িতে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদনবিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিস্টিয়ান এইড ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এবং ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে উড়িয়া ইউনিয়নের রতনপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা চত্বরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন, ইউপি সদস্য হায়দার আলী, গণ উন্নয়ন কেন্দ্রের জেলা কো-অর্ডিনেটর প্রতিমা রানী চক্রবর্ত্তী, কৃষক সংগঠনের নেতা নাজমুল হাসান লাজু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়