জাবির ভর্তি পরীক্ষা : প্রক্সি দিতে গিয়ে বুয়েট শিক্ষার্থী কারাগারে

আগের সংবাদ

এশিয়ান আর্চারিতে পদক খরা ঘোচাল বাংলাদেশ

পরের সংবাদ

টাঙ্গাইলে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের অভিযান

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জমির শ্রেণি পরিবর্তন দেখিয়ে সাব-কবলা দলিলের পরিবর্তে হেবাবিল অ্যাওয়াজ, অসিয়তনামা, ঘোষণাপত্র, আমমোক্তারনামা দলিল রেজিস্ট্রি করে রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংস্থাটির টাঙ্গাইলের উপসহকারী পরিচালক মো. আব্দুল লতিফ হাওলাদারের নেতৃত্বে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
এনফোর্সমেন্ট টিম সরজমিন সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করে অভিযোগ প্রসঙ্গে সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেছে। দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের যোগসাজশে সিন্ডিকেট করে সরকার নির্ধারিত হার থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা নিরূপণে বিভিন্ন দলিল দস্তাবেজের কপি সংগ্রহ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারকে অফিসে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি। দলিলের সঙ্গে জমির শ্রেণি পরিবর্তনের সত্যতা যাচাইপূর্বক পদক্ষেপ নেয়াসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
অন্যদিকে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে জানাতে ৬টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে চিঠি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়