দেয়াল চাপায় শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস

আগের সংবাদ

বিজয়ী বিদ্রোহীদের ভাগ্যে কী আছে : সিদ্ধান্ত অমান্যকারীরা সাময়িক বহিষ্কার > ১৯ নভেম্বর আ.লীগের সভায় আসতে পারে নতুন সিদ্ধান্ত

পরের সংবাদ

মাদকবিরোধী অভিযান রাজধানীতে গ্রেপ্তার ৬৪

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার ফারুক হোসেন গতকাল শুক্রবার বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেপ্তার করে থানা ও গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৯০.৭৫ গ্রাম ৩২৫ পুরিয়া হেরোইন, ৯ বোতল দেশি মদ, ২ হাজার ৯২২ পিস ইয়াবা ও ৪৭ কেজি ৩৭০ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে। এদিকে র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানীর আদাবর থানাধীন রিংরোড এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে সোহান ইসলাম নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাবের এ মুখপাত্র আরো বলেন, বৃহস্পতিবারই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এ সময় প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়