দেয়াল চাপায় শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস

আগের সংবাদ

বিজয়ী বিদ্রোহীদের ভাগ্যে কী আছে : সিদ্ধান্ত অমান্যকারীরা সাময়িক বহিষ্কার > ১৯ নভেম্বর আ.লীগের সভায় আসতে পারে নতুন সিদ্ধান্ত

পরের সংবাদ

নিখোঁজের তিনদিন পর মেম্বার প্রার্থী থানায় হাজির!

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও?য়ের হ?রিপু?রে আমগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউ?পি সদস্য প্রার্থী হা?কিম উ?দ্দিন (৪৮) নামে এক ব্যক্তি নিখোঁজের তিনদিন পর নিজেই থানায় হাজির হয়েছেন। নির্বাচ?নের দুদিন আগে তি?নি নিখোঁজ হ?ন ব?লে গত বৃহস্প?তিবার নিখোঁজ প্রার্থীর বোনজামাই হা?কিম উদ্দিনের সন্ধ?ান চে?য়ে হরিপুর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
জানা যায়, উপজেলার আমগাঁও ইউনিয়নের ৫নং আমগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী (ফুটবল মার্কা) আব্দুল হাকিম মঙ্গলবার বিকাল ৩টার সময় নির্বাচনী প্রচারণার জন্য বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পান। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া না গেলে নিখোঁজ আব্দুল হাকিমের দুলাভাই মুনসেফ আলী বাদী হয়ে বুধবার হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম জানান, নিখোঁজের তিনদিন পর গতকাল শুক্রবার সকালে তিনি নিজেই থানায় এসে হাজির হন। মুনসেফ আলী নিখোঁজের কোনো তথ্য দিতে পারেননি বলে জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়