দেয়াল চাপায় শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস

আগের সংবাদ

বিজয়ী বিদ্রোহীদের ভাগ্যে কী আছে : সিদ্ধান্ত অমান্যকারীরা সাময়িক বহিষ্কার > ১৯ নভেম্বর আ.লীগের সভায় আসতে পারে নতুন সিদ্ধান্ত

পরের সংবাদ

চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন : আওয়াগী লীগ ৩২, স্বতন্ত্র ৫

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের ৩ উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৩টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে। এছাড়া ১৯টি ইউনিয়নে কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বাকি দুটি ইউনিয়নে আদালতের নির্দেশে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রয়েছে। গত ১১ নভেম্বর রাতে ভোটগ্রহণ শেষে তিন উপজেলার দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করেন। সীতাকুণ্ড উপজেলায় ৯টি ইউনিয়েনের মধ্যে ৫টিতে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় প্রার্থীরা জয়লাভ করেন। বাকি ৪ ইউনিয়েনে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সবগুলোতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এর মধ্যে বাড়বকুণ্ড ইউনিয়েনে ছাদাকাত উল্লাহ, বাঁশবাড়িয়া ইউনিয়নে মো. শওকত আলী, বারৈয়াঢালা ইউনিয়নে মো. রেহান উদ্দিন ও ছলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দিন আজিজ নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনাপ্রতিদ্ব›িদ্বতায় জয়ী প্রার্থীরা হলেন- সৈয়দপুর ইউনিয়নে তাজুল ইসলাম নিজামী, মুরাদপুর ইউনিয়নে এস এম রেজাউল করিম বাহার, কুমিরা ইউনিয়নে মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়ি ইউনিয়নে মনির আহমেদ এবং ভাটিয়ারি ইউনিয়নে নাজিম উদ্দিন।

এদিকে মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়। বাকি ৩টি ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। এদের মধ্যে মিরসরাই সদর ইউনিয়নে মো. শামছুল আলম দিদার, খৈয়াছড়া ইউনিয়নে মাহফুজুল হক জুনু এবং ইছাখালী ইউনিয়নে মো. নুরুল মোস্তফা বিজয়ী হয়েছেন। বিনাপ্রতিদ্ব›িদ্বতায় জয়ী হয়েছেন- জোরারগঞ্জে রেজাউল করিম, করেরহাটে এ. হোসেন, হিঙ্গুলীতে মোহাম্মদ সোনা মিয়া, দুর্গাপুরে এস এম আবু সুফিয়ান, কাটাছড়াতে রেজাউল করিম চৌধুরী, ওয়াহেদপুরে ফজলুল কবির, সাহেরখালীতে কামরুল হায়দার চৌধুরী, ওসমানপুরে মফিজুল হক, ধুম ইউনিয়নে আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর, হাইতকান্দিতে জাহাঙ্গীর কবির, মায়ানীতে কবির আহম্মদ নিজামী, মিঠানালায় এম এ কাশেম, মঘাদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসাইন।
অন্যদিকে, ফটিকছড়ি উপজেলার ১৪ ইউনিয়নের দুটিতে আদালতে স্থগিতাদেশের কারণে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বাকি ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগে মনোনীত সাতজন এবং স্বতন্ত্র পাঁচজন প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে বাগানবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন সাজু, নারায়ণহাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মাহমুদ, হারুয়ালছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ছরওয়ার হোসেন স্বপন, জাফতনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দিন জিয়া, কাঞ্চননগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত কাজী মোহাম্মদ দিদারুল আলম, সুন্দরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী, রোসাংগিরি ইউনিয়নে আওয়ামী লীগের সোয়েব আল সালেহীন, সমিতিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের হারুন অর রশিদ ইমন, ধর্মপুর ইউনিয়নে আওয়ামী লীগের কাজী মাহমুদুল হক নির্বাচিত হয়েছেন। এছাড়া আবদুল্লাহপুর ইউনিয়নে অন্যকোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান ওহিদুল আলম জয়ী হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়