দেয়াল চাপায় শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস

আগের সংবাদ

বিজয়ী বিদ্রোহীদের ভাগ্যে কী আছে : সিদ্ধান্ত অমান্যকারীরা সাময়িক বহিষ্কার > ১৯ নভেম্বর আ.লীগের সভায় আসতে পারে নতুন সিদ্ধান্ত

পরের সংবাদ

একজন রিমান্ডে, অন্যজন কারাগারে : টিকটক স্টার বানানোর প্রলোভনে ধর্ষণ

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : টিকটক স্টার বানানোর প্রলোভন দেখিয়ে রাজধানীর খিলগাঁও থেকে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় প্রধান আসামি দিনারের একদিনের রিমান্ড মঞ্জুরসহ সহযোগী আরেক আসামি মেহেদী হাসান মাহীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত এ আদেশ দেন।
গতকাল দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য দিদারের রিমান্ড ও মেহেদীকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে এ আবেদনটি মঞ্জুর করেন বিচারক।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের হারিয়ে যাওয়া সংক্রান্তে গত ৮ নভেম্বর তার ভাই হাতিরঝিল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে নেমে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ভিক্টিমকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের সময় খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে উদ্ধার করা হয়। ভিকটিমকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর ভিকটিমের দেয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় খিলগাঁও তালতলা এলাকা থেকে মূল অভিযুক্তের সহযোগী মাহীকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বনানী থেকে মূল অভিযুক্ত দিনারকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, একটি অসাধু চক্র পরস্পর যোগসাজশে উঠতি বয়সি মেয়েদের সঙ্গে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে তাদের টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে। এরপর তাদের আপত্তিকর ছবি ও ধারণ করা ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়