চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন

আগের সংবাদ

তথ্যপ্রযুক্তি সম্মেলনে রাষ্ট্রপতি : বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ফ্রিল্যান্সার দেশ

পরের সংবাদ

শনাক্তের হার ১.৩১ ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯০৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৭১ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৮৩৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৩টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫ লাখ ২৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ ও মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়