জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর চকবাজারে একটি ভবনে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকালে এসকে টাওয়ার নামের ওই ভবনে প্লাস্টিকের গোডাউনে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে এসকে টাওয়ারের প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ কাজে সহায়তা করেন।
ভবনটিতে প্লাস্টিকের গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেশি সময় লাগে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়