জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

আইসিসির মাসসেরা আসিফ-ডেলানি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : এ বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিচ্ছে ক্রিকেটের অভিভাবক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই ধারাবাহিকতায় জুলাইয়ের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনয়ন পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন তিনি। ফলে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন সাকিব। এবার টাইগার অলরাউন্ডারের সঙ্গে মাসসেরা হওয়ার লড়াইয়ে ছিলেন পাকিস্তানের আসিফ আলী ও নামিবিয়ার ডেভিড ভিসা। গতকাল অক্টোবরের সেরা পুরুষ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। এবার সাকিবকে টেক্কা দিয়ে মাসসেরা হয়েছেন আসিফ। তিনি আইসিসির ভোটিং প্যানেলের সদস্য ও ক্রিকেটভক্তদের ভোটে নির্বাচিত হয়েছেন। যেখানে ভোটে আসিফ পেছনে ফেলেছেন সাকিব ও নামিবিয়ার ডেভিড ভিসাকে। এছাড়া নারী বিভাগে সেরা হয়েছেন আয়ারল্যান্ডের লরা ডেলানি। তিনি জিম্বাবুয়ের মেরি-এন মুসন্দা ও আয়ারল্যান্ডের সতীর্থ গ্যাবি লুইসকে টপকে মাসসেরা হয়েছেন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ আলী পাকিস্তানের হয়ে ম্যাচজয়ী দুটি অসাধারণ ইনিংস খেলেছেন। প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসের পর আফগানিস্তানের বিপক্ষে ১৯তম ওভারে ৪ ছক্কায় পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। গত অক্টোবরে তিন ম্যাচে ৫২ রান করেছেন আসিফ। ওই তিন ম্যাচেই জেতে পাকিস্তান। আসিফের স্ট্রাইক রেটও ছিল চোখজুড়ানো, ২৭৩.৬৮।
তার এমন পারফরম্যান্সের পর আইসিসির ভোটিং একাডেমির সদস্য ইরফান পাঠান বলেন, দলকে জেতানোয় সাহায্য করতে পারাটা সব সময়ই বিশেষ কিছু। কিন্তু খাদের কিনারে থাকা দলকে জেতানোয় আসিফ আলীর এই পারফরম্যান্স ছিল সত্যি বিশেষ কিছু। সে শুধু একবার নয়, দুবার এমনটা করেছে। যদিও অন্য দুই প্রতিদ্ব›দ্বী খেলোয়াড়ের চেয়ে তার রান কম। কিন্তু যে পরিস্থিতিতে থেকে চাপের মধ্যে ম্যাচ বের করে এনেছে, তাতেই পার্থক্য গড়ে দিয়েছে সে। এছাড়া লরা ডেলানির অধিনায়কত্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে আয়ারল্যান্ড। তিনি ৬৩ গড়ে করেছেন ১৮৯ রান। ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ভালো করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে বিশ্বসেরা এ অলরাউন্ডারের। সাকিব এ টুর্নামেন্টে ছয় ম্যাচে ২১.৮৩ গড়ে ১৩১ রান করার সঙ্গে ১১.১৮ গড়ে নিয়েছেন ১১ উইকেট। তিনি বোলিং করেছেন ৫.৫৯ ইকোনমি রেটে। সর্বশেষ হালনাগাদ করা আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় আফগানিস্তানের মোহাম্মদ নবীর সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।
চলতি বিশ্বকাপ আসরে পাকিস্তানের শহিদ আফ্রিদিকে পেছনে ফেলে সাকিব এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি। ৩১ ম্যাচে ৪১ উইকেট নিয়ে এখন সবার উপরে তিনি। আফ্রিদি ৩৪ ম্যাচ থেকে ৩৯ উইকেট নিয়ে আছেন তালিকার দুইয়ে। তাছাড়া চলতি বিশ্বকাপ আসরেও ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২ উইকেট শিকার করে সাকিব শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে যান। এছাড়া বাছাইপর্বে ওমানের বিপক্ষে ৩ উইকেট এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ উইকেট শিকার করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। আর বাছাইপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিলেও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে উইকেটশূন্য থাকেন সাকিব।
চলতি বিশ্বকাপে ১১ উইকেটের নেয়ার পাশাপাশি ছয় ম্যাচে ১৪১ রান করেছেন তিনি। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। বিশ্বকাপ শুরুর আগে যেখানে ৫৫৭ রান নিয়ে সাকিব তালিকার ১৫তম স্থানে ছিলেন, ৬ ম্যাচ খেলার পর ৬৯৮ রান নিয়ে এখন তালিকার সাতে আছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়