ভ্রমণ ভিসায় ৫০০ জনকে দুবাই পাচার, গ্রেপ্তার ৮

আগের সংবাদ

কপ-২৬ : জলবায়ু বিপর্যয় রোধ > গরিব দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন

পরের সংবাদ

বশেমুরকৃবি : জনপ্রিয় জাত ও প্রযুক্তি সম্প্রসারণে নতুন উদ্যোগ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) উদ্ভাবিত নতুন জাত ও উন্নত কৃষি প্রযুক্তিগুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার টোক ইউনিয়নে একটি মডেল প্রযুক্তি ভিলেজ গড়ে তোলা হয়েছে। এবার সদর উপজেলার কাউলতিয়া গ্রামে আরেকটি প্রযুক্তি ভিলেজ করার উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ড. ইমরুল কায়েস, পরিচালকের (বহিরাঙ্গন কার্যক্রম) সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. হায়দার ইকবাল খান, সহযোগী পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম)। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ফসলের নতুন জাত ও কৃষি প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়, গবেষক ও কৃষকের মাঝে সেতুবন্ধ তৈরির সুযোগ সৃষ্টি হবে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, পরিচালক, গবেষণকসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মূল্যবান মতামত দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়