এএসপি আনিসুল হত্যা মামলার আসামির মৃত্যু

আগের সংবাদ

ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক

পরের সংবাদ

পীরগাছায় নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সভা

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : পীরগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, মতবিনিময় এবং প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলাবিষয়ক সভা গতকাল শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আসিব আহসান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী প্রমুখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ১১৭ জন প্রিসাইডিং অফিসার ও ৮টি ইউনিয়নের প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করা দরকার আমরা করব। কেউ আচরণবিধি লঙ্ঘন করবেন না। নিরপেক্ষ নির্বাচন করতে সবাইকে তিনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়