গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আগের সংবাদ

বাজার অস্থির দিশাহারা মানুষ : নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে, জ্বালানি তেলের দাম বাড়ায় আরেক দফা বাড়বে

পরের সংবাদ

পাকমন পিপলস পার্টি : ৫৪টি নদীর উজানে দেয়া বাঁধ অপসারণ করার দাবি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ফারাক্কাসহ ৫৪টি নদীর উজানে ভারতের দেয়া বাঁধ ভেঙে ফেলাসহ ৬ দফা দাবি জানিয়েছে পাকমন পিপলস পার্টি। একই সঙ্গে ভারতের দেয়া এই বাঁধের কারণে গত ২১ বছরে যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ বাবদ ৭৪ হাজার কোটি টাকা আদায়েরও দাবি জানানো হয়। বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পাকমন পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।
আলোচনা সভায় দলের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল হক জাহেদ বলেন, দেশের নদ-নদীর অবস্থা শোচনীয়। ভারত তার স্বার্থের জন্য ৫৪টি নদীর উজানে বাঁধ নির্মাণ করেছে। যে কারণে বাংলাদেশের নদীগুলো প্রয়োজনীয় পানি পাচ্ছে না। আবার বন্যার সময় যখন এ দেশে পানির প্রয়োজন হয় না, তখন ভারত বাঁধ খুলে দেয়ায় এ দেশে উপকূলীয় এলাকা প্লাবিত হয়ে চরম ক্ষতির শিকার হয় এ দেশের মানুষ। ভারতের এ ধরনের আচারণ বন্ধ করতে হবে। বক্তারা বলেন, দেশ বাঁচাতে হলে নদী খনন ও নদী শাসন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়