১০ সরকারি ব্যাংকে নতুন ২০ ডিএমডি

আগের সংবাদ

মাসসেরার দৌড়ে সাকিব

পরের সংবাদ

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধ আহত

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়া উপজেলার খুটাখালীতে পাহাড়ে গরু চরাতে গিয়ে বন্যহাতির আক্রমণে নবী হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুটাখালী বনবিটের তানজুককাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নবী হোসেন খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সেগুনবাগিচা এলাকার নুরুল আমিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা শামসুল আলম বলেন, সকালে গরুর পাল নিয়ে পাহাড়ে গরু চরাতে যায় বৃদ্ধ নবী হোসেন। পরে পার্শ^বর্তী তার ধান খেত দেখতে গেলে পথে একটি বন্যহাতির সামনে পড়ে যান তিনি। এ সময় হাতির আক্রমণের শিকার হন। মৃত ভেবে হাতি চলে গেলে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বলেন, সংরক্ষিত বনে গরু চরাতে গিয়ে নবী হোসেন বন্যহাতির আক্রমণের শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়