ভিসি এয়ার মার্শাল নজরুল : ওবিই হচ্ছে জ্ঞানগর্ভ ও চিন্তা উদ্দীপক কর্মশালা

আগের সংবাদ

টানা ৪ জয়ে সেমিতে পাকিস্তান

পরের সংবাদ

সম্মিলিত নাগরিক পরিষদের সমাবেশ : বন্ধ পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়নের দাবি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : লিজ বা ব্যক্তি মালিকানায় নয়, বন্ধকৃত সব পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়ন করার দাবিতে সমাবেশ করেছেন পাটকল শ্রমিকরা। একই সঙ্গে এখন পর্যন্ত বকেয়া কোনো পাওনা না পাওয়া ৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পাওনা ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী শোধ করা এবং নামের ভুল শ্রমিকের পাওনা গেটপাস অনুযায়ী ও সব শ্রমিকের অন্যান্য বকেয়া অবিলম্বে পরিশোধের দাবিও জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক পরিষদ আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়।
আয়োজক সংগঠনের আহ্বায়ক এডভোকেট কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। সমাবেশে শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সদস্য ও বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ও পাট বস্ত্র সুতাকল সংগ্রাম পরিষদের আহ্বায়ক শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মানস নন্দী, সিপিবি কেন্দ্রীয় সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি ও স্কপ নেতা রাজেকুজ্জামান রতন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি ও শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ আহ্বায়ক জহিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন আহ্বায়ক শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, বিপ্লবী শ্রমিক সংহতি সভাপতি আবু হাসান টিপু, শ্রমজীবী সংঘ সভাপতি আব্দুর রশীদ, ইস্টার্ন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খান, জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ আহ্বায়ক শহিদুল ইসলাম, খালিশপুর জুট মিল সিবিএ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বদলি পাটকল শ্রমিক সংগ্রাম পরিষদ খুলনা-যশোর আঞ্চলিক কমিটি আহ্বায়ক ইলিয়াস হোসেন, প্লাটিনাম জুট মিল শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক তালুকদার, স্টার জুট মিল শ্রমিক নেতা হামজা গাজী, ক্রিসেন্ট জুট মিল শ্রমিক নেতা জাকির হোসেন, করিম জুট মিল সংগ্রাম কমিটির সভাপতি মো. গোফরান, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, লতিফ বাওয়ানী জুট মিল সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খালিশপুর জুট মিল কারখানা কমিটির সদস্য সচিব আলমগীর কবির, দৌলতপুর জুট মিল কারখানা কমিটির আহ্বায়ক শেখ নূর মোহাম্মদ, সদস্য সচিব মোফাজ্জল হোসেন, জে জে আই মিল শ্রমিক নেতা শামস শারফিন, কার্পেটিং জুট মিল শ্রমিক নেতা জামাল মোল্লা, আলীম জুট মিল শ্রমিক নেতা শেখ রসুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের অর্থে পরিচালিত জাতীয় সম্পদ পাটকল ও চিনিকলসহ সব রাষ্ট্রীয় কারখানা গত ৫০ বছরে ক্ষমতায় থাকা সব পুঁজিবাদী দলগুলোর নেতৃত্বে লুটপাট করে ধ্বংস করা হয়েছে। আবার লোকসানি খাত দেখিয়ে সেগুলোর সম্পদ পানির দামে ব্যক্তি মালিকদের হাতে তুলে দিচ্ছে। এই পুরো প্রক্রিয়া পরিকল্পিত। সরকার পাটকলে গত ৪৪ বছরে সাড় ১০ হাজার কোটি টাকা লোকসানের কথা বলেছে। অথচ প্রতি বছর এর প্রায় ১০ গুণ টাকা বিদেশে পাচার হয়। ফলে ষড়যন্ত্রের ছক পরিষ্কার। নেতারা দ্রুত বন্ধ থাকা সব পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়ন এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়