‘ভীষণ এক্সাইটেড ও নার্ভাস’

আগের সংবাদ

নির্বাচন ঘিরে বারবার নির্যাতন : ইস্যু যাই হোক হামলার লক্ষ্যবস্তু ‘সংখ্যালঘু’, স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘ধর্ম’

পরের সংবাদ

শিবচরে চিফ হুইপ : একঘরে করা হবে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে একঘরে করা হবে। দুস্কৃতকারীদের এমন বিচার করা হবে যাতে কোনোদিন মাথাচাড়া দিতে না পারে। এজন্য যার যার পরিবারকে নিয়ে সজাগ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাতে বিএনপি জড়িত বলে জানান। গতকাল শনিবার মাদারীপুর শিবচরের দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের বহেরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন। এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌরসভা মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন চিফ হুইপ উত্তর বহেরাতলা ইউনিয়নের হাজি বাছের মৌলভী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, টেকেরহাট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের বহেরাতলা আর.আই.ডি দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়