‘ভীষণ এক্সাইটেড ও নার্ভাস’

আগের সংবাদ

নির্বাচন ঘিরে বারবার নির্যাতন : ইস্যু যাই হোক হামলার লক্ষ্যবস্তু ‘সংখ্যালঘু’, স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘ধর্ম’

পরের সংবাদ

বিশ্ব স্ট্রোক দিবস পালিত : স্ট্রোক আক্রান্ত গরিব রোগীদের বিনামূল্যে সেবা দেয় নিনস

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : স্ট্রোক আক্রান্ত গরিব রোগীদের জন্য রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস (নিনস) হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। স্ট্রোকের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে ওই হাসপাতালে রোগীকে নেয়া হলে অত্যাধুনিক আইভি থ্রোম্বলাইসিস করাও সম্ভব হবে। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে গতকাল শনিবার নিনসে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানানো হয়। ঘাতক এ ব্যাধি সম্পর্কে সচেতনতা বাড়াতে এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিশেষজ্ঞরা জানান, স্ট্রোক একটি ঘাতক ব্যাধি। বিশ্বে প্রতিবছর প্রায় দেড় কোটি মানুষ এ রোগে আক্রান্ত হন। এর মধ্যে ৫০ লাখ মানুষ মৃত্যু বরণ করেন। আর প্রায় ৫০ লাখ মানুষ পঙ্গু হন। বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ এটি। দেশেও স্ট্রোক আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বাংলাদেশে প্রতি এক হাজারে ১২ জন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। ঘাতক এ ব্যাধি থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলে জানান তারা।
দেশে নিউরোলজির চিকিৎসায় নেতৃত্বদানকারী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস হাসপাতালে গতকাল দিনটি নানা আয়োজনে পালিত হয়। সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ ও বাংলাদেশ সোসাইটি অব স্ট্রোক ও নিউরোইন্টারভেনশন এসব অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ৮টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র?্যালিতে চিকিৎসকদের পাশাপাশি রোগীর স্বজনরাও অংশ নেন। সকাল ১১টায় আয়োজন করা হয় সেমিনার।
এতে চেয়ারপারসন হিসেবে ছিলেন প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক কাজী দীন মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ফিরোজ আহম্মেদ কোরাইশি এবং বিশেষ অতিথি ছিলেন নিউরোসায়েন্সস হাসপাতালের যুগ্ম-পরিচালক অধ্যাপক বদরুল আলম মণ্ডল ও আবু নাসার রিজভী। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ডা. খাইরুল কবির পাটোয়ারি, ডা. শিরাজী শফিকুল ইসলাম ও ডা. এ টি এম হাছিবুল হাসান।
সেমিনারে জানানো হয়, স্ট্রোকের চিকিৎসা যত দ্রুত করা যায় তত ফলাফল ভালো হয়। তাই যদি কারো মুখ বেঁকে যায়, এক হাত অবশ হয়ে যায়, কথা জড়িয়ে যায় তাহলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। সাড়ে ৪ ঘণ্টার মধ্যে নিউরোসায়েন্সস হাসপাতালে নেয়া হলে সেখানে অত্যাধুনিক আইভি থ্রোমম্বলাইসিস করা সম্ভব। স্ট্রোক প্রতিরোধে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ধূমপান না করা ও নিয়ন্ত্রিত জীবনযাপন করা জরুরি। অনুষ্ঠান অধ্যাপক মালিহা হাকিম, অধ্যাপক জাহেদ হোসেন, অধ্যাপক খুরশীদ মাহমুদ, অধ্যাপক রাজিব নারায়ণ চৌধুরী, অধ্যাপক জহিরুল হক চৌধুরী, ডা. সুভাষ কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়