‘ভীষণ এক্সাইটেড ও নার্ভাস’

আগের সংবাদ

নির্বাচন ঘিরে বারবার নির্যাতন : ইস্যু যাই হোক হামলার লক্ষ্যবস্তু ‘সংখ্যালঘু’, স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘ধর্ম’

পরের সংবাদ

বিইউপি ক্যারিয়ার এন্ড এডুকেশন ফেস্ট সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর বিজনেস এডমিনিস্ট্রেশন ইন জেনারেল বিভাগ, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস)-এর তত্ত্বাবধানে বিইউপি ক্যারিয়ার ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী ‘ইটচ ঈধৎববৎ ধহফ ঊফঁপধঃরড়হ ঋবংঃ-২০২১’-এর সমাপনী অনুষ্ঠান গত শুক্রবার বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। চাকরির বাজারে সদ্য গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদেশে উচ্চশিক্ষা লাভে প্রয়োজনীয় পরামর্শ দিতে ওই ফেস্ট আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপি উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন এফবিএস’র ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন, বিজিবিএম (বার), পিএইচডি। উল্লেখ্য, এবারের ফেস্ট এ দেশের ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, বিইউপির এলামনাই, ক্লাবের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়