‘ভীষণ এক্সাইটেড ও নার্ভাস’

আগের সংবাদ

নির্বাচন ঘিরে বারবার নির্যাতন : ইস্যু যাই হোক হামলার লক্ষ্যবস্তু ‘সংখ্যালঘু’, স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘ধর্ম’

পরের সংবাদ

কুমিল্লার সহিংসতায় নিহতের ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লায় সহিংসতায় দিলীপ কুমার নিহতের ঘটনায় মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল কুমিল্লার দেবীদ্বার উপজেলার এগারো গ্রামের ইব্রাহিম বেপারির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর মণ্ডপে কুরআন রাখার অভিযোগে কুমিল্লার রাজেশ্বরী কালীমন্দিরে ইটপাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় দিলীপ কুমার দাস ওখানে পূজার্চনায় ব্যস্ত ছিলেন। ছোড়া ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন। এ সময় মন্দিরে দায়িত্বপ্রাপ্তরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর দিলীপ কুমার মারা যান।
এ ঘটনায় ২৫ অক্টোবর নিহত দিলীপ কুমার দাসের (৬২) স্ত্রী পূজা রাণী বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায়, মিছিলটি মনোহরপুর দিয়ে যাওয়ার সময় সাইফুলের হাতে ইট ছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়