সম্প্রীতির জমিনে শকুনের চোখ

আগের সংবাদ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান এখন ‘মেটা’

পরের সংবাদ

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ : সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। বিজ্ঞপ্তি।
নেতারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত ধর্মান্ধতা-সাম্প্রদায়িক অপশক্তি পরিকল্পিতভাবে সারাদেশে সাম্প্রদায়িক হামলার এসব ঘটনা ঘটিয়েছে। বক্তারা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ বিনির্মাণ ও সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৌশলী আবদুল খালেক, জয়দেব বৈদ্য, শুভাশীষ দাশ, প্রকৌশলী এস এম মাহফুজুর রহমান, টিটু বড়–য়া, রবিউল হোসেন, শুভ চৌধুরী, রাজু মজুমদার, মহিউদ্দিন, নোবেল চাকমা, সমীর কুমার বড়–য়া, প্রীতম দাশ, মাইকেল দাশ, অর্পণ সেন, মামা রাখাইন, হ্লয়েচিং চৌধুরী, এস এম সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয় চক্রবর্তী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়