সম্প্রীতির জমিনে শকুনের চোখ

আগের সংবাদ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান এখন ‘মেটা’

পরের সংবাদ

ড. অনুপম সেন : সমাজ পরিবর্তনে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে সমাজ পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা রাখতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন বরেণ্য শিক্ষাবিদ-সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি বলেছেন, যাদের অর্থ আছে, যারা বিত্তশালী সমাজের প্রতি তাদের বিরাট দায়বদ্ধতা আছে। সমাজ পরিবর্তনে একযোগে সবাই এগিয়ে এলেই সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব। অতীতের তুলনায় এখন যেমন জনসংখ্যা বেড়েছে, তেমনি বেড়েছে সম্পদের পরিমাণ। কিন্তু তবুও সমাজের একটি বিশাল অংশ এখন অন্ন-বস্ত্র-বাসস্থানের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তাদের ভাগ্য পরিবর্তনে বিত্তশালীরা ভূমিকা রাখতে পারলে উন্নয়নের পাশাপাশি সমাজের বৈষম্য দূর করা সম্ভব হবে।
গতকাল শুক্রবার এপেক্স বাংলাদেশের জেলা-৩’র ৪১তম জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রালের আয়োজনে নগরীর চিটাগাং ক্লাবে দিনব্যাপী এই সম্মেলনে এপেক্স বাংলাদেশের জেলা-৩’র ১৮টি ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।
এপেক্স ক্লাবের জেলা গভর্নর এম বেলাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় সভাপতি নিজাম উদ্দিন পিন্টু, জাতীয় সহসভাপতি এম ইলিয়াস জসিম, বীর মুক্তিযোদ্ধা, লাইফ গভর্নর এবং সাবেক সভাপতি শাহ আলম নিপু, সম্মেলন চেয়ারম্যান ও সাবেক জেলা গভর্নর এ টি এম ইমরান এবং আরফাতুল রহমান টিটু। সম্মেলনে ড. অনুপম সেনকে এপেক্স বাংলাদেশের পক্ষ হতে সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়। ড. অনুপম সেন বলেন, এপেক্স ক্লাব বিশ্বে যে কয়েকটি ক্লাব আছে তার মধ্যে অন্যতম। বিত্তশালী শ্রেণি, যারা এই ক্লাবের সদস্য, আপনারা যদি গরিব দুটো শিশুর প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত তাদের দায়িত্ব নেন আর একটি শিশুও যদি জীবনে সফলতা লাভ করে সেটিই হবে আপনাদের পূর্ণতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়