মিয়ানমার ছায়া সরকার ও মার্কিন প্রতিনিধির বৈঠক

আগের সংবাদ

ইএফডির দাম নিয়ে জটিলতা : দোকান নির্ধারণ করবেন ভ্যাট কর্মকর্তারা, বিপাকে পড়বেন ছোট ব্যবসায়ীরা

পরের সংবাদ

২৫ বন্যপ্রাণী অবমুক্ত করলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে উদ্ধারকৃত দুই প্রজাতির মোট ২৫টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় এই বন্যপ্রাণীগুলো অবমুক্ত করেন একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান, ওয়াল্ড লাইফ ফটোগ্রাফার এবং একাডেমির পুলিশ সুপার (কারিকুলাম) আনসার উদ্দীন খান পাঠান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী বিভাগীয় প্রধান জিল্লুর রহমান, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, ওয়াল্ড লাইফ ইনস্পেক্টর জাহাঙ্গীর কবির এবং রাজশাহী বাড ক্লাবের প্রেসিডেন্ট ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নাইমুল হাসান।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাজশাহী বন বিভাগের সহযোগিতায় দুর্গাপুর উপজেলা থেকে ২০১টি বন্য পাখি উদ্ধার করে যার মধ্যে ছিল কালিম, জল ময়ূর এবং সরালি। ব্যবসার উদ্দেশ্যে অবৈধভাবে বন্য পাখিগুলো জেলার বিভিন্ন জলাভূমি থেকে দুষ্কৃৃতিকারীরা ধরে খাঁচায় বন্দি করে লুকিয়ে রাখে। বন বিভাগ গোপন সূত্রে খবর পেয়ে পাখিগুলো উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। উদ্ধারকৃত পাখির মধ্যে কালিম ও সরালি মিলিয়ে মোট ২৫টি বন্যপ্রাণী পুলিশ একাডেমি পদ্মা নদীসংলগ্ন এলাকায় অবমুক্ত করা হয়। অন্য পাখিগুলো নাটোরের চলনবিল এবং পবা উপজেলার বিলে ইতিমধ্যে অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়