পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

কারেন্ট পোকার আক্রমণে দিশাহারা আমন চাষিরা : গঙ্গাচড়া

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : উপজেলার সর্বত্রই আমন ক্ষেতে কারেন্ট পোকার তীব্র আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে ব্যর্থ আমন চাষিরা দিশাহারা হয়ে পড়েছেন। গত এক সপ্তাহ আগের অতিবৃষ্টির কারণে এ পোকার আক্রমণ তীব্র আকার ধারণ করেছে।
সরজমিন রবিবার উপজেলার জয়দেব, বেতগাড়ী, বড়বিল, উত্তর পানাপুকুর, আলমবিদিতর, মেছনিকুণ্ডা, সয়রাবাড়ী, উত্তর কোলকোন্দ, আলেকিশামত, দক্ষিণ কোলকোন্দ, কুড়িবিশ্বা, ধামুর, গান্নারপাড়, ভুটকাসহ বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায় আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ। এ সময় জয়দেব গ্রামে আমন চাষি বাবলু মিয়া জানান, তিনি প্রায় ৪ দোন (৮৮ শতক) জমিতে আমন লাগিয়েছেন। এর মধ্যে ৩ দোন জমিতেই লাগিয়েছেন বিআর-১১ জাতের ধান। ওই ৩ দোন জমিতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। শুক্রবার ক্ষেতে কীটনাশক স্প্রে করেছেন তিনি। আজো ক্ষেতের ধান গাছ মরে যাচ্ছে। তাই তিনি পোকা দমনে ব্যর্থ হয়ে চরম দুর্ভাবনায় পড়েছেন। কারেন্ট পোকার কীটনাশকের দামও বেশ চড়া। এক একর জমিতে ভালো মানের কীটনাশক স্প্রে করতে খরচ পড়ছে প্রায় এক হাজার টাকা। এতে ধান চাষে খরচ বৃদ্ধি পাচ্ছে। আলেকিশামত গ্রামের শমসের আলী জানান, এক একর জমিতে বিআর-১১ জাতের রোপা আমন লাগিয়েছেন তিনি। ধান গাছের চেহার বেশ ভালোই হয়েছিল। তাই ভালো ফলনের জন্য আশাবাদী ছিলেন তিনি। তবে গত সপ্তাহের অতিবৃষ্টির ফলে তার ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে ৪ দিনের ব্যবধানে দুবার কীটনাশক স্প্রে করেছি। এতে প্রায় ২ হাজার টাকা ব্যয় হয়েছে। তবুও পোকা নির্মূল হয়নি। তাই তিনি ভীষণ দুর্ভাবনায় রয়েছেন।
ভুটকা গ্রামের কৃষক ছাদেকুল ইসলাম জানান, তিনিও বিআর-১১ জাতের রোপা আমন চাষ করেছেন প্রায় দেড় একর জমিতে। গত এক সপ্তাহ আগে কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয়ায় তিনি কীটনাশক স্পে করেছেন। এর পরও ধান গাছ মরে শুকিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, অতিবৃষ্টি ও ঠাণ্ডাজনিত কারণে কিছু কিছু ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ পোকা সাধারণত ধান গাছের গোড়ায় আক্রমণ করে। তাই সঠিকভাবে ধান গাছের গোড়ায় সঠিক মাত্রার কীটনাশক প্রয়োগ করলে এ পোকার আক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়