পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

আছে ৪ নতুন মুখ : হোমনার ৯ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) থেকে : হোমনা উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন চার নতুন মুখ। এছাড়া গত নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়াদের মধ্যে রয়েছেন পাঁচজন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনের জন্য গঠিত মনোনয়ন বোর্ড প্রার্থী বাছাইয়ের পর গতকাল মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হোমনা উপজেলার ৯টি ইউনিয়নের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে।
মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মাথাভাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া, নিলখী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন, জয়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, দুলালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দিন সওদাগর, আছাদপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, ঘাড়মোড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ঘাগুটিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন রনি, ভাষানিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ভান্ডারী, চান্দেরচর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক।
এবার বর্তমান চার ইউপি চেয়ারম্যানসহ আগের বারের মনোনয়ন পাওয়া পাঁচজন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।
এদের মধ্যে গত নির্বাচনে আছাদপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত ছিদ্দিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠানের সঙ্গে পরাজিত হয়েছিলেন। তিনি এবারও মনোনয়ন পেয়েছেন। বাকি চারজন এবারই প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।
দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন গত নির্বাচনে ঘাড়মোড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পরাজিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম, ভাষানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদেক সরকার, ঘাগুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রধান ও চান্দেরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল বাশার সরকার।
উল্লেখ্য তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এ ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এই প্রার্থীরা এবার সবাই বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়