ইজিবাইকচালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ : মাদকের টাকা জোগাতে ছিনতাই

আগের সংবাদ

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ডিজিটাল ছোঁয়া

পরের সংবাদ

ময়মনসিংহে সমাহিত : ফুলেল শ্রদ্ধায় সিক্ত অভিনেতা মাহমুদ সাজ্জাদ

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শিল্পকলা একাডেমিতে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে ময়মনসিংহের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল সোমবার সকাল ১১টায় জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে নেয়া হয় মাহমুদ সাজ্জাদের মরদেহ। সেখানে ঘণ্টাব্যাপী শ্রদ্ধাঞ্জলি পর্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, নাট্যজন আতাউর রহমান, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য অসীম কুমার উকিলসহ শিল্প ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজনরা।
শ্রদ্ধা নিবেদন শেষে মাহমুদ সাজ্জাদের ছোট ভাইয়ের স্ত্রী ফাল্গুনী হামিদ বলেন, ‘ম. হামিদ, সাজ্জাদ ভাই ও আমার ছোট দেবর কে এম খালিদ এরা সম্পূর্ণ অসাম্প্রদায়িক চেতনার মানুষ। বর্তমান সময়ে যেখানে এই সাম্প্রদায়িকতার হানাহানি, সেখানে মাহমুদ সাজ্জাদ ভাইকে খুব দরকার ছিল।’ সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান জানান, শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে স্বজনরা গ্রামের বাড়ি ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়। এরপর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
করোনা ভাইরাসজনিত জটিলতায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন মাহমুদ সাজ্জাদ। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় মাহমুদ সাজ্জাদ। তার মেজো ভাই ম. হামিদ বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও ছোট ভাই কে এম খালিদ সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছাত্রজীবনেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন মাহমুদ সাজ্জাদ। পাশাপাশি টিভি নাটকেও তিনি নিয়মিত অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। মঞ্চ ও টিভির পর চলচ্চিত্রাভিনয়েও নিজেকে সম্পৃক্ত করেন তিনি। মাহমুদ সাজ্জাদের অভিনীত চলচ্চিত্রগুলো হলো- জহির রায়হানের ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’ ইত্যাদি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়