চাকরি দেয়ার নামে প্রতারণা : চালকের সহকারী শাহীরুল এখন কোটিপতি

আগের সংবাদ

তিস্তার তাণ্ডবে লালমনিরহাটে পথে বসেছে হাজারো পরিবার

পরের সংবাদ

হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, কুড়িগ্রাম : ছিন্নমুকুল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দিলরুবা বেগমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল রবিবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ছিন্নমুকুল বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- ছিন্নমুকুল বাংলাদেশের প্রোগ্রাম হেড সুসান্ত পাল, সিনিয়র প্রোগ্রাম অফিসার সফিকুল ইসলাম নাহিদ, অধ্যাপক আমিনুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন, মমিনুল ইসলাম তাজ প্রমুখ।
বক্তারা দ্রুত এ মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহরের দাবি জানান। উল্লেখ্য, সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনে তার সহযোগী উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খোরশেদ আলম গত ৬ জুন ও গত ২২ সেপ্টেম্বর নারীনেত্রী দিলরুবা বেগমের বিরুদ্ধে আদালতে দুটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়