চাকরি দেয়ার নামে প্রতারণা : চালকের সহকারী শাহীরুল এখন কোটিপতি

আগের সংবাদ

তিস্তার তাণ্ডবে লালমনিরহাটে পথে বসেছে হাজারো পরিবার

পরের সংবাদ

মনপুরায় নদীভাঙন এলাকা পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা (ভোলা) থেকে : মনপুরা উপজেলা সফরকালে নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন। গত শনিবার বিকেলে পরিদর্শন শেষে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। দেশে বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মনপুরাকে নদীভাঙন থেকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে এবং মনপুরার পর্যটন শিল্পের বিকাশে সরকারিভাবে অবকাঠামোগত আরো উন্নয়ন করা হবে। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়