ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আরেক মামলা

আগের সংবাদ

রুট পারমিটের তোয়াক্কা নেই রাজধানীর গণপরিবহনের

পরের সংবাদ

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দেশজুড়ে সম্প্রীতি সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশে ডেস্ক : কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও রংপুরসহ বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনার তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কর্মসূচিতে হামলা ঠেকাতে তারা দলীয় নেতাকর্মীর পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তি ও নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
চট্টগ্রাম : দুপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যরা। বিকালে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর জেলা কার্যকরী কমিটির সদস্যরা।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতিসহ সাধারণ শিক্ষার্থী ও সনাতন ধর্ম পরিষদ পৃথক ব্যানারে মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা ও বঙ্গবন্ধু চত্বরে শিক্ষক সমিতি মানববন্ধন করে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার, উপউপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, কলা অনুষদের সাবেক ডিন সেকান্দর চৌধুরী, অর্থনীতি বিভগের শিক্ষক অধ্যাপক ড. আবুল হোসেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, মার্কেটিং বিভাগের শিক্ষক সজীব ঘোষ প্রমুখ।
অপরদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিভাসু অফিসার সমিতি উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবুল কালাম, লাইব্রেরিয়ান মো. হাবিবুর রহমান। সংগঠনের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আরিফ। চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম। ফোরামের সভাপতি ডা. ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশুতোষ দাশ প্রমুখ।
সিলেট : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দুপুর ১২টার দিকে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এটি নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সহসভাপতি জগদীশ চন্দ্র দাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, মহানগরের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সম্প্রীতি সমাবেশ থেকে সিলেটসহ সারাদেশে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।
একই সময়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশ আয়োজিত হয়।
চাঁদপুর : সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ’৭১ এবং ’৭৫-এর ঘাতকরা আবারো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে নিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। শুধু তাই নয়, আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচন নসাৎ করতে এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে এমন অপচেষ্টায় লিপ্ত হয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওছমান গনি পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম দেওয়ান, জেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রণজিত রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতা।
ঠাকুরগাঁও : জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, এড. ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোস্তাক আলম টুলু, এড. আ স ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ। বক্তারা সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাংলাদেশে সন্ত্রাস রুখে দাঁড়াবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
নোয়াখালী : সকালে আবদুল মালেক উকিল প্রধান সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ। পরে শহরের প্রধান সড়কে শান্তি শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড হয়ে পৌরবাজার প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা কারা ঘটিয়েছে, ইতোমধ্যে তা পরিষ্কার হয়ে গেছে। এই হামলা চালিয়ে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সহিংসতা রুখে দেয়া হবে।
পাবনা : পাবনায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, মনির উদ্দিন আহমেদ মান্না, উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌহিকুল আলম তৌফিক, শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, জেলা যুবলীগ আহ্বায়ক আলী মুর্তুজা বিশ্বাস সনি প্রমুখ।
গাইবান্ধা : সকালে দলের জেলা কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে বৃষ্টির মধ্যে শহর প্রদক্ষিণ করে। পরে ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হোসেন লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ আকন্দ প্রমুখ।
জাবি : দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকা থেকে শোভাযাত্রা শুরু করে ছাত্রলীগ। পরে শোভাযাত্রাটি শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নীলাদ্রি শেখর মজুমদার ও সাবেক স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক উপসম্পাদক আরিফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম রাফা, আখতারুজ্জামান সোহেল, আকলিমা আক্তার এশা, রতন বিশ্বাস প্রমুখ।
কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা মানববন্ধনে একাত্মতা পোষণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভেদ নয় ঐক্য চাই, যদি তুমি মানুষ হও ধর্মান্ধতা রুখে দাও, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই’সহ বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড ধারণ করেন। এ সময় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। এ সময় উপস্থিত ছিলেন- ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. বনানী বিশ্বাস, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সংগীতা বসাক, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক তমা সাহা, ফার্মেসি বিভাগের প্রভাষক জয় চন্দ্র রাজবংশী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ প্রমুখ।
নন্দীগ্রাম (বগুড়া) : বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে বের হয়। পরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন, সোহেল রানা, গোলাম মোস্তফা গামা, সরফুল হক উজ্জল, তীর্থ সলিল রুদ্র, ফেরদৌস আলী, জিয়াউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের আহ্বায়ক এনামুল হক প্রমুখ।
রাণীনগর (নওগাঁ) : সকালে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ সংগঠনের প্রায় ১ হাজার নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের করে। এটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু প্রমুখ।
দাউদকান্দি (কুমিল্লা) : দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুরে দাউদকান্দি প্রেস ক্লাবের সামনে থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গৌরীপুর বাজার সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রদক্ষিণ শেষে গৌরীপুর কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সম্প্রীতি সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মমিনুল হক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুবলীগ নেতা যায়েদ আহম্মেদ জুলহাস প্রমুখ।

ধুনট (বগুড়া) : দুপুর ১টার দিকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আবু ওহাব, সদস্য শামীম ইসলাম, শাজাহান আলী, জুয়েল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, সহ সম্পাদক সুজন শেখ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, যুবলীগ নেতা খাইরুল ইসলাম, মিঠু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিয়ামুল আলম লিমন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন কুমার সাহা প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়